কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রাম সদর উপজেলাধীন ভোগডাঙ্গা ইউনিয়নে দুস্থ্য অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। উত্তর কুমরপুর গ্রাম সামাজিক শক্তি কমিটির মাধ্যমে আল্ট্রাপুওর গ্রাজুয়েন কর্মসূচীর আওতায় পাটেশ্বরী শাখার মাধ্যমে কম্বল বিতরণ করা হয়। ২’শ ৪৯ জন অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আলহাজ্ব মোঃ সাইদুর রহমান, কমিউনিটি ইন্ট্রিগ্রেশন সিনিয়র টেকনিক্যাল অফিসার আনজুমান আরা বেগম, মধ্যকুমরপুর গ্রাম সামাজিক শক্তি কমিটির সভাপতি নুর আলম সরকার, পাটেশ্বরী শাখা ব্যবস্থাপক মফিজুল ইসলাম সহ স্থানীয় এলাকাবাসী ও সাংবাদিকবৃন্দ।