কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুরে ‘কুড়িগ্রাম সোসাইটি ঢাকা’র উদ্যোগে করোনা ভাইরাস সংক্রমণ রোধে চিকিৎসক ও সেবাকর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে পারসোনাল প্রটেকশন ইক্যুইপমেন্ট (পিপিই) ও মাস্ক বিতরন করাা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মাঝে শতাধিক পিপিই হস্তান্তর করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- ধামশ্রেনী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক সরদার,ধামশ্রেনী যুবলীগের সাধারন সম্পাদক মনসুর আলী, সহ-সম্পাদক জান্নাতুল ফেরদৌস,সাংগঠনিক সম্পাদক ফরহাদুল ইসলাম ফারুক, উলিপুর পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি নাজমুল হক মানিক, সাংবাদিক ইউনুস আলী, হাসান, চিলমারী প্রেসক্লাবের সাধারন সম্পাদক মমিনুল ইসলাম বাবু প্রমুখ।

এর আগে কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. হাবিবুর রহমানের কাছে ১ হাজার ৫’শ পিপিই হস্তান্তর করেন কুড়িগ্রাম সোসাইটি ঢাকা’র সাধারন সম্পাদক আশরাফুল আলম চিশতী শাহিন।

উল্লেখ্য, বন্যা, করোনা সহ বিভিন্ন দূর্যোগে কুড়িগ্রামের অসহায় ও দারিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরনসহ নানাভাবে সহযোগীতা করে আসছেন কুড়িগ্রাম সোসাইটি ঢাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন