কুড়িগ্রাম থেকে- রফিকুল হায়দার
আজ ৩০ অক্টোবর সারা দেশ ব্যাপি কৃষক বাঁচাও দেশ বাঁচাও প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। তারই ধারাবাহিকতায় কুড়িগ্রাম জেলা কৃষক লীগের আলোচনা সভা, র্যালী সমাবেশ অনুষ্ঠিত হয় উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা কৃষক লীগের জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ও সাধারণ সম্পাদক এস এম ওমর ফারুক, সভা পরিচালনা করেন মমিনুর রহমান, জেলা কৃষক লীগের সদস্য ও সদর উপজেলা কমিটির আহবায়ক, সভায় বক্তব্য রাখেন, সদর উপজেলার সদস্য সচিব, আনিসুজ্জামান এডভোকেট কামরুজ্জামান (রানা মুন্সী) দলদলিয়া ইউনিয়ন শাখার সভাপতি, রাজারহাট উপজেলার কৃষক লীগের সদস্য আব্দুল লতিফ মোল্লাহ, পান্ডুল ইউনিয়নের কৃষক লীগের সভাপতি দবির উদ্দিন, উলিপুর উপজেলার কৃষক লীগের আহবায়ক ও জেলা সদস্য, শ্রী ভবেশ চন্দ্র পাল, আব্দূল আলিম, জেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক ও ভিতরবন্দ ইউনিয়নের নৌকা মার্কার প্রার্থী ও চাষী নুরুন্নবী সরকার, আলোচনা সভা শেষে বাংলাদেশ কৃষকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটুর পিতৃ ও মাতৃ বিয়োগে উপস্থিতি একমিনিট নীরবতা পালন ও শোক জ্ঞাপনএর মধ্য দিয়ে সন্মানিত সভার সমাপ্তি ঘোষনা করে এবং র্যালী নিয়ে কুড়িগ্রাম শহরের বিীভন্ন স্থান প্রদক্ষিন শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয় ।