নিজস্ব প্রতিনিধি কলকাতা:
কৃষ্ণপদ মেমোরিয়ালে অনুষ্ঠিত হল সংহতি সাহিত্য পরিবারের মিলন মেলা যেখানে বহুদূর দূরান্ত থেকে সমাগম হয়েছিল বহু গুণীজনের।
অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সংহতির সভাপতি অজয় চক্রবর্তী মহাশয়,শ্রী কৌশিক চট্টোপাধ্যায় মহাশয়,বাচিক শিল্পী মৌ সিংহ পাঠক , সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চের স্বাস্থ্য ও শিক্ষা বিভাগের কোয়ার্ডিনেটর জয়শ্রী মুখার্জী মহাশয়া | এনাদেরকে বিদ্যাসাগরের মূর্তি ও বাঁধানো মানপত্র ও মিষ্টি দিয়ে সন্মান জানানো হয় | সন্ধ্যাতারা,অনুরণন, আনন্দ সাহিত্য ডটকম, পত্রিকার সম্পাদকগন,এবং বহু বিশিষ্ট গুণী ব্যক্তি প্রাক্তন শিক্ষক লক্ষণ চন্দ্র মন্ডল ,সাংবাদিক দিলীপ পাল ,নৃত্য শিল্পী পৌলমী মিত্র , নাট্যব্যক্তিত্ব দেবাশিস সেনগুপ্ত ও মুক্তি যোদ্ধা বাহিনীর সদস্য জয়চাঁদ পোদ্দার কে রবীন্দ্রনাথের মূর্তি ও বাঁধানো মানপত্র দিয়ে সম্বর্ধিত করা হয়। সংহতি সাহিত্য পরিবারের সম্পাদক বিন্দাস ভার্গব মহাশয়ের তত্ত্বাবধানে প্রতিটি কবি মহোদয়ের হাতে তুলে দেওয়া হয়েছিল তাঁদের অক্ষর সন্তান।
এই অনুষ্ঠানটির সাফল্যের পিছনে যাদের অবদান রয়েছে তারা হলেন যুগ্ম সহ সম্পাদক ভোলানাথ ঘোষ ও শুচিতা গাঙ্গুলী, পাশে থেকেছেন যুগ্ম সহ সভাপতি ভরত চন্দ্র মন্ডল ও সমর ভদ্র,যুগ্ম কার্য নির্বাহী সদস্য রতন চক্রবর্তী ও রীতা ব্যানার্জি ও কোষাধক্ষ বাসন্তী দাস ।সঞ্চালনায় ছিলেন অ্যাডমিন বনানী চক্রবর্তী ।বাহ্যিক বহু কাজে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিলেন এই পরিবারের সদস্য সুব্রত ভাদুরী মহাশয় এবং কিশোর সদস্য বিশ্বজিৎ দাস ও খুদে সদস্য আনিশা দাস । তার সাথে উপস্থিত পরিবারের ২০৫জন সদস্য তাঁদের উৎসাহ ও অনুপ্রেরণা দিয়ে সমগ্র অনুষ্ঠানটি সফলতার উচ্চ শিখরে পৌঁছে দিয়েছেন। অনুষ্ঠানে পত্রিকার মোড়ক উন্মোচন ও সৌরাংশু ভট্টাচার্যের মুক্ত আলো নামক উপন্যাসের ও সারদা দাস হালদারের একটি একক কাব্য গ্রন্থ অশ্রুস্নাত কলমের আত্মপ্রকাশ | একটি শ্রুতি নাটক অনুষ্ঠানের এক অন্যাসবাদ এনে দেয় |
সম্পাদক বিন্দাস ভার্গব মহাশয়ের এই সাংগঠনিক রূপের প্রকাশ দেখা যায় মাননীয় কবি সাহিত্যিক অজয় চক্রবর্ত্তীর সাহিত্যের ৫০ বৎসর পদার্পন উৎযাপন ও পথ শিশুদের দিয়ে বিশেষ সংবর্ধনা দেওয়া | সর্বপরি শিশু শিল্পী আনিশা দাস নিজের হাতে আঁকা অজয় চক্রবর্ত্তীর ছবি তুলো দেয় | অজয় চক্রবর্ত্তী মহাশয়ের হাত দিয়ে দুঃস্থ বাচ্ছাদের খাতা পেন্সিল পেন্সিল বাক্স ও টিফিন বাক্স তুলে দেওয়া হয় | বিন্দাস ভার্গবের এই কর্ম প্রচেষ্টাকে কুর্নিশ জানায় সবাই । অবশেষে বলা যায় সংহতি পরিবার প্রয়াত কবি শুভ্রাংশু ভাদুরীর স্বপ্ন পূরণ করতে পেরেছে।