সুমনা সুমী
ব্যথিত হৃদয়ে নিররে হরষে,
যদি, আঁখিতে অঝোরে বর্ষে।
সে কথা ভাগ করো না পরে,
এ ভাগ শুধু তোমারি বিষাদ।
কারো নাহি তরে।
আবার পাবে সে ভাগ
তুমি, বিষ দংশনে।
যত পারো হাসি মুখে,
সবার দর্শনে উপহার।
বিষাদ, নরক আসুক যত মহা সুনামি,
ভুল করে কভু নাহি হও,
কারো কেনা গোলামী।