লাভলী আক্তার (নেত্রকোনা) কেন্দুয়া প্রতিনিধিঃ
নেত্রকোনা ৩- (কেন্দুয়া আটপাড়া) আসনের আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকার মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহসভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট আব্দুল মতিন ব্যতিক্রমী প্রচারাঅভিযান শুরু করেছেন।তিনি গত ১৪ বছর ধরে শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও বঙ্গবন্ধুর জীবনী নিয়ে কেন্দুয়া আটপাড়ার প্রতিটি হাট বাাজারে এসব কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
এসব কর্মসূচির মধ্যে রযেছে সকল শ্রেনী পেশার মানুষ ও সকল সংগঠনের সাথে মতবিনিময় প্রবীন ও দলের সুবিধাবজ্ঞিত নেতা কর্মীদের বাড়িতে গিয়ে শুভেচ্ছা বিনিময়, তরুণদের উদ্যোগে ফুটবল প্রতিযোগীতাসহ বিভিন্ন ধরনের সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি বিপদগ্রস্ত মানুষের সহযোগিতা করে আসছেন।
তারই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার রোয়াইলবাড়ী আমতলা ইউনিয়নের সকল হাটবাজারের নিজে উপস্থিত থেকে লিফলেট বিতরণ করছেন।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি ও সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির চৌধুরী, সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভুঞা, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামানভুঞা, সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম, কৃষকলীগের সাবেক সভাপতি আফজালুল হক মুকুল,উপজেলা প্রজন্মলীগের সভাপতি মানিকুজ্জামান মানিক,সাধারণ সম্পাদক সৈয়দ সেলিমসহ আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগ,কৃষকলীগের সকলস্তরের নেতৃবৃন্দ।