লাভলী আক্তার নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ
“গ্রাম বাংলার কল্যাণে নিবেদিত হোক সাংবাদিকতা” প্রতিপাদ্যে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেসক্লাবে গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ ডিসেম্বর) বিকালে কেন্দুয়া প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব ভবনে সভাপতি সৈয়দ আব্দুল ওয়াহাবের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সম্মানিত সদস্য আশরাফ উদ্দিন ভূঞার সঞ্চালনায়, উক্ত অনুষ্ঠানে সিলেট (জেলা ও দায়রা জজ) শ্রম আদালতের চেয়ারম্যান নূরুল আলম মোহাম্মদ নিপু,প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোঃ মজিবুর রহমান এবং রূপালী ব্যাংক জোনাল অফিস ময়মনসিংহ -এর উপ মহা-ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনির উদ্দিন ভূঁইয়ার আগমন উপলক্ষে এ সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ লিয়াকত আলী চৌধুরী কাজল , সহসভাপতি সুনীল পোদ্দার, সাবেক সভাপতি মোঃ আলমগীর চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক সেকুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ দিল বাহার খান, দপ্তর সম্পাদক কিশোর কুমার শর্মা ,প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ , অর্থ সম্পাদক মতিউর রহমান, প্রবাসী কল্যাণ ব্যাংকের নেত্রকোণা শাখার ব্যবস্থাপক মোঃ ফরহাদ হোসেন, রুপালী ব্যাংকের ব্যবস্থাপক(কেন্দুয়া শাখা) মোঃ আব্দুল মালেক, কেন্দুয়া উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জামিরুল হক, বিশিষ্ট সমাজ সেবক সঞ্জুর রহমান সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ ও সুধীজন।
আলোচনা সভা শেষে ৩ গুনীকে ফুলের তোরা দিয়ে বরণ ও ক্রেষ্ট প্রদান করা হয়।