লাভলী আক্তার কেন্দুয়া প্রতিনিধিঃ
নেত্রকোনার কেন্দুয়া উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলার ১৩ টি ইউনিয়ন ১ টি পৌরসভারসহ কৃষকদের মাঝে পারিবারিক পুষ্টি বাগানের বীজ ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল হক, মিজানুর রহমান, আরিফুল কবিরসহ কৃষকরা উপস্থিত ছিলেন।
এ সময় প্রত্যেককে ২ টি পেরা গাছ,২ টি লেবু,১ টি মাল্টা, ১ টি জাম্বুরা, ৩ টি মগ,১ টি জাল,১ টি পানির ঝাঝারি,১ বস্তা জৈইব সার,১ টি সাইনবোর্ড ও ১ প্যাকেট বীজ প্রদান করা হয়।
এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার এ কে এম শাহজাহান কবির জানান, অনাবাদি জমিতে বাড়ির আঙ্গিনায় মুজিব বর্ষ উপলক্ষে পারিবারিক পুষ্টি বাগান গড়ে তোলার লক্ষ্যে ১০৫ জন কৃষককে গাছের চারা, বীজ ও রাসায়নিক সার প্রদান করা হয়েছে।