লাভলী আক্তার নেত্রকোনা কেন্দুয়া প্রতিনিধিঃ
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মোজাফরপুর ইউনিয়নের চৌকিধরা (নয়াপাড়া) গ্রামে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে প্রায় ১৩ টি ঘর পুড়ে ভস্মীভূত হয়েছে বলে জানা গেছে। রবিবার (২ এপ্রিল) দুপুরের দিকে আগুনের সূত্রপাত হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জানিয়েছেন প্রতিবেশী লোকজন। স্থানীয় লোকজনদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিসের গাড়ি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আগুন নিয়ন্ত্রণের উদ্দেশ্যে রওনা দিলেও গ্রামীণ রাস্তা ছোট হওয়ায় বানিয়াগাতি গরু হাটের কাছে গাড়ি আটকা পড়ে। অগ্নিকান্ডের সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নূরুল ইসলাম, মোজাফরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির আলম ভূঞাসহ অনেকেই ঘটনাস্হল পরিদর্শন করেন।
উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল দুঃখ প্রকাশ করে বলেন- অগ্নিকান্ডে ১৩টি পরিবার ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা প্রাথমিক ভাবে তাদের খাবার যোগান দিচ্ছি। পরবর্তিতে ঘর নির্মাণের জন্য সহায়তা প্রদান করা হবে।
প্রাথমিক পর্যায়ে ১৫ লাখ থেকে ২০ লাখ টাকার ক্ষতির ধারণা করা হয়েছে।