লাভলী আক্তার নেত্রকোনা কেন্দুয়া প্রতিনিধিঃ
নেত্রকোনার কেন্দুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ ২৭ ফেব্রুয়ারী সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদের হল রুমে ফেব্রুয়ারী মাসের আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভুঞা,
কেন্দুয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুল হক ভূঞা,ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভুঞা, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমি, কেন্দুয়া থানার তদন্ত পরিদর্শক আশরাফুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিভাগীয় কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আইনশৃঙ্খলা কমিটির মাসিক মিটিংয়ে বক্তৃতারা জুয়া,মদ,গাঁজা হিরোইন, ইভটিজিংসহ চুরি রোধে কঠোর হস্তে দমনে সিদ্ধান্ত গৃহীত হয়।