লাভলী আক্তার নেত্রকোনা কেন্দুয়া প্রতিনিধিঃ

ঐতিহাসিক ৭ মার্চ, ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গনহত্যা দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ মার্চ) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান,বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আসাদুল হক ভুঞা, কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ আলী হোসেন পিপিএম।
আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমানসহ বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা,ইউপি চেয়ারম্যানবৃন্দ, আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ।

সভায় ৭ই মার্চ বঙ্গবন্ধুর ভাষণের উপর গুরুত্ব আরোপ করে বিভিন্ন কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়। ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন,২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের বিষয়ে আলোচনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *