লাভলী আক্তার নেত্রকোনা কেন্দুয়া প্রতিনিধিঃ

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেসক্লাব কল্যাণ ট্রাস্ট কর্তৃক প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আহ্বায়ক, প্রবীণ সাংবাদিক ও লোকঐতিহ্য সংগ্রাহক প্রয়াত সন্তোষ সরকার এবং প্রেসক্লাবের প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আনিছুর রহমান আঞ্জু মহোদয়ের পরিবারের মাঝে পঞ্চাশ হাজার টাকা করে ২টি চেক প্রদান করা হয়েছে।শনিবার বেলা ১১টায় কেন্দুয়া প্রেসক্লাব প্রাঙ্গনে কল্যাণ ট্রাস্টের সভাপতি আলমগীর চৌধুরীর সভাপতিত্বে এবং ট্রাস্টের সাধারণ সম্পাদক এম আব্দুল ওয়াদুদ ভূঞার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা,নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া)আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রেসক্লাব উপদেষ্টা কাবেরী জালাল, কেন্দুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট আব্দুল কাদীর ভূঞা, প্রেসক্লাব উপদেষ্টা, কেন্দুয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আসাদুল হক ভূঞা, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, প্রেসক্লাব সভাপতি সৈয়দ আব্দুল ওয়াহাব সাধারণ সম্পাদক লিয়াকত আলী চৌধুরী কাজল, প্রেসক্লাবের সিনিয়র সদস্য আশরাফ উদ্দিন ভূঞা প্রমুখ।

পরে প্রয়াত প্রবীণ দুই সাংবাদিকের স্ত্রীদ্বয়ের হাতে পঞ্চাশ হাজার টাকার চেক তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে সাংবাদিক,বীর মুক্তিযোদ্ধা,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,প্রেসক্লাব সদস্য ও সুধীজন উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান অতিথি তার বক্তব্য কেন্দুয়া প্রেসক্লাবের কল্যাণ ট্রাস্টের ভুয়সী প্রশংসা করে বলেন কল্যাণ ট্রাস্টকে আরও সম্পৃতি করার জন্য আমার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *