লাভলী আক্তার নেত্রকোনা কেন্দুয়া প্রতিনিধিঃ
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কেন্দুয়া মদন সড়কের পুলিশ বক্স সংলগ্ন ঝুকিপূর্ণ
ক্ষতিগ্রস্ত কালভার্টটি বুধবার ১২ এপ্রিল, পরিদর্শন ও করেন কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল, সহকারী কমিশনার ভূমি রাজিব হোসেন, উপজেলা প্রকৌশলী মোফাজ্জেম হক ও কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ আলী হোসেন পিপিএম প্রমুখ।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল সকলকে উদ্দেশ্য করে বলেন ঝুকিপূর্ণ ও ক্ষতিগ্রস্ত কালভার্ট এড়িয়ে বিকল্প পথে তার যাতায়াতের জন্য পরামর্শ দেওয়া হয়েছে । এছাড়া উপজেলা প্রকৌশলীকে দ্রুত গতিতে কালভার্টি মেরামত করার জন্য বলা হয়েছে। উপজেলা প্রকৌশলী মোজাম্মেল হকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,ঝুকিপূর্ণ কালভার্টে লাল নিশান টানিয়ে দেওয়া হয়েছে।তিনি আরও বলেন নতুন ভাবে কালভার্ট নির্মাণের জন্য উর্ধতন কর্তৃপক্ষকে লিখিত ভাবে জানানো হয়েছে।