ঝিনাইদহ সংবাদদাতা :
ঝিনাইদহে কোরবানীর পশু হাটের নিরাপত্তা নিশ্চিত করতে হাট ইজারাদার ও পুলিশের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এ সভা।
জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান।
এছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার কোটচাদপুর সার্কেল মির্জা সালাহ উদ্দিন, শৈলকুপা সার্কেলের সিনিয়র এএসপি তারেক আল মেহেদী, শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপারবৃন্দ, ৬ থানা, ডিএসবি ও ডিবি পুলিশের ওসি সহ পুলিশ কর্মকর্তা ও ৬ উপজেলার হাট ইজারাদাররা উপস্থিত ছিলেন।
এসময় পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, কোরবাণীর পশু হাটে ক্রেতা ও বিক্রেতারা যাতে নিরাপত্তার সাথে বেচা-কেনা করতে পারে, কোন ধরনের জাল টাকার ব্যবহার না হয় সে ব্যাপারে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।
এছাড়া জেলার ২৭ টি হাটেই পুলিশ যেমন সব সময় টহলে থাকবে পাশাপাশি ইজারাদারদের পক্ষ থেকেও প্রয়োজনীয় ব্যবস্থা রাখতে হবে বলেও তিনি নির্দেশনা দেন।