আপেল বসুনিয়া,ডোমার :
লিভার কান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তরিকুল
ইসলাম(৫২। তিনি নীলফামারী জেলার চিলাহাটির ভোগডাবুড়ি ইউনিয়নের ৫ নং
ওয়ার্ডের মৃত. রফিকুল ইসলামের পুত্র।
গত এক মাস আগে তরিকুল এর ব্লাড ক্যান্সার ধরা পড়লে তাকে চিকিৎসার জন্য
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসকরা জানিয়েছেন
তরিকুলকে বাঁচাতে হলে উন্নত চিকিৎসা করাতে হবে। এ জন্য প্রায় ৩ লাখ টাকা
প্রয়োজন।
তার পরিবারের পক্ষ থেকে এত টাকা জোগাড় করা সম্ভব না। তাই
এদেশের বিত্তবানদের কাছে বাবাকে বাঁচাতে সহযোগিতা চেয়েছেন তরিকুল এর মেয়ে
তন্বি আক্তার।
তার পরিবারের দুই মেয়ে,স্ত্রী ছাড়া আর কোন উপার্জনের
ব্যাক্তি নেই। তাই দেশবাসীর বিত্তবানদের কাছে বাবার চিকিৎসার জন্য হাত
বাড়িয়ে সে বলে আপনার একটি টাকার চিকিৎসায় বাঁচাতে পারে আমার বাবার জীবন।
তরিকুলকে চিকিৎসা সহায়তা পাঠানোর হিসাব নম্বর : তন্নি আক্তার,সঞ্চয়ী হিসাব নং ৫৩০২৫০১০২৩১৯৭, সোনালী ব্যাংক লিমিটেড,চিলাহাটি শাখা।
বিকাশঃ 01315213377 (পারসোনাল), এবং নগদঃ 01879125492 (পারসোনাল)।