এস, কে সাহেদ, লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটে ২০২২-২৩ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
রোববার (১৮ জুন) লালমনিরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর লালমনিরহাট সদরের আয়োজনে এ বীজ ও সার বিতরণ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ।
উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা ফেরদৌস-এঁর সভাপতিত্বে উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার রেজাউল করিম সরকার-এঁর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান লতিফা বেগম, ভাইস চেয়ারম্যান জাবেদ হোসেন। বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) আলীনূর রহমান, উপজেলা কৃষি অফিসার হাসিনুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মাকসুদা আকতার প্রমুখ। এ সময় সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকগণ উপস্থিত ছিলেন।
সদর উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১হাজার ৬শত কৃষকের মধ্যে রোপা আমনের ৫কেজি বীজ ও ১০কেজি ডিএপি এবং ১০কেজি এমওপি সার বিতরণ করা হবে।