ফারহানা আক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাট সদর থানার ওসির বাসভবনের ছাদে খাদ্যের সন্ধানে খুধার্ত এক হনুমানের দেখা মিলেছে।
১৫ জুলাই বৃহস্পতিবার হনুমানটি খাবারের সন্ধানে বাসাবাড়ী, দোকানপাটে ঘোরাফেরা করে অবশেষে জয়পুরহাট সদর থানার ভিতরে ওসির বাসভবনের ছাদে অবস্থান করলে ঘটনার খবর পেয়ে ওসি এ,কে, এম আলমগীর জাহান তার বাড়ির ছাদে গিয়ে দ্রুত উক্ত খুধার্ত হনুমানটির খাবারের ব্যবস্থা করেন।
উল্লেখ্য, ইতিপূর্বে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় গাছের ডালে, বসতবাড়ীর ছাদে কয়েকটি হনুমানের দেখা মিললে উচ্ছুক জনতার ভির জমে এবং চাঞ্চল্যের সৃষ্টি হয়।
প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে মূলত খাবারের সন্ধানেই হনুমানটি লোকালয়ে প্রবেশ করেছে।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ, কে, এম আলমগীর জাহান এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, এ ব্যাপারে তিনি জয়পুরহাট সদর উপজেলা ফরেস্ট অফিসার আবু রায়হান কে অবহিত করলে তিনি জানিয়েছেন, উর্দ্ধতন কর্তপক্ষের সাথে কথা বলে দ্রুত হনুমানটির প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।