রাণীশংকৈল (ঠাকুরগাও) প্রতিনিধি ঃ ঠাকুরগাওয়ের রাণীশংকৈলে খাদ্য বান্ধব কর্মসূচীর অধিনে ১০ টাকা কেজি দরে চাউল বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বিভিন্ন বিতরণ কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শ্রী নিখিল চন্দ্র বর্ম্মন। পরিদর্শনকালে বিভিন্ন কেন্দ্রে চাউলের বস্তার ওজন পরীক্ষা করেন। চাউল বিতরণে কোন অনিয়ম বা এলাকাবাসির কোন ধরনের অভিযোগ রয়েছে কি না তা উপস্থিতিদের মাঝে খতিয়ে দেখেন। এসময় রাণীশংকৈল প্রেস ক্লাবের সাংবাদিক মো. সেতাউর রহমান, বিজয় রায়, মো. ফারুক আহম্মদ, মাসুদ পলক উপস্থিত ছিলেন। উপজেলায় মোট ১১,৬,৪৬ জনকে ১০ টাকা কেজি দরের চাউল দেওয়া হচ্ছে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শ্রী নিখিল চন্দ্র চর্ম্মন জানান, খাদ্য বান্ধব কর্মসূচীর অধিনে কোন প্রকার দূর্ণীতি অনিয়ম না হয় সেব্যাপারে আমরা সতর্ক অবস্থানে আছি। আশা রাখি সফলতার সাথে কর্মসূচীর কার্যক্রম চালিয়ে যেতে পারবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন