খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় ইউপি সদস্য ঐক্য ফোরামের কমিটি গঠন করা হয়েছে। এতে ভেড়ভেড়ী ইউনিয়নের ইউপি সদস্য মোজাহারুল ইসলাম বাবুলকে সভাপতি ও আলোকঝাড়ী ইউনিয়নের ইউপি সদস্য এনামুল হককে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের কার্যকারী কমিটি গঠন করা হয়েছে।
ঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে উপজেলা পানি উন্নয়ন বোর্ডের সামনে উপজেলার ইউপি সদস্যের সম্মতিক্রমে কোনো রকম ভোটাভোটি ছাড়াই এ কার্যকরী কমিটি গঠন আত্মপ্রাকাশ করে।
ইউপি সদস্য ফোরামের সদ্য সভাপতি মোজাহারুল ইসলাম বাবুল বলেন, ইউপি সদস্য ফোরাম শক্তিশালী ও আমাদের স্বার্থ রক্ষায় এ ফোরাম কাজ করে যাবে। ভিজিডি কার্ড বিতরণে কোন ধরনের যাচাই-বাছাই না করে এবং ইউনিয়ন পরিষদে রেজুলেশন ছাড়াই তালিকা চূড়ান্ত করার প্রতিবাদে ইউএনও বরাবর লিখিত অভিযোগ করে ইউপি সদস্য ঐক্য ফোরাম।