খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: মারুফ হাসানের পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। তিনি দীর্ঘ দুই বছর চার মাস এ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সোমবার (২২ জানুয়ারী) উপজেলা পরিষদ সভাকক্ষে অফিসার্স ক্লাবের আয়োজনে তাকে এই সংবর্ধনা প্রদান করা হয়। এসময় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সুধীসমাজ তাঁর দায়িত্ব পালনকালে বিভিন্ন মুহুর্তের স্মৃতিচারণ করেন।

উপজেলা নির্বাহী অফিসার মো.তাজ উদ্দিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান এটিএম সুজাউদ্দিন লুহিন শাহ, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, ওসি মোজাহারুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *