মোহাম্মদ সাকিব চৌধুরী, খানসামা(দিনাজপুর)প্রতিনিধি:
দিনাজপুরের খানসামা উপজেলার হোসেনপুর ডিগ্রি কলেজের সামনে ৩ জন কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে এক বিবাহিত যুবকের ১ মাসের বিনাশ্রম জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত ।
সোমবার দুপুরে খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাজেবুর রহমান এ আদালত পরিচলনা করেন। দন্ডাদেশপ্রাপ্ত হলো উপজেলার ভাবকি ইউনিয়নের গুলিয়ারা গ্রামের নিকুঞ্জ রায়ের ছেলে বিবাহিত সুমন রায়(৩২)।জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা একটি অনুষ্ঠান শেষে গাড়িতে করে উপজেলা পরিষদের দিকে ফিরছিলেন । হঠ্যাৎ গাড়ির জানালা দিয়ে দন্ডাদেশ প্রাপ্ত যুবককে ছাত্রীদের উত্ত্যক্ত করতে দেখতে পান, পরে তিনি গাড়ি থামিয়ে ছাত্রীদের কাজ থেকে তাদের উত্ত্যক্ত করার কথা নিশ্চিত হন। তারপর এলাকাবাসীর সহেযোগিতায় দন্ডাদেশ প্রাপ্ত পুরুষকে আটক করে থানা পুলিশের হাতে হস্তান্তর করে। পরে দন্ডাদেশ প্রাপ্তকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে গিয়ে ইভটিজিং আইনের ৫০৯ ধারায় ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
ঘটনার সতত্য নিশ্চিত করে খানসামা থানার এএসআই নূর ইসলাম জানান, দন্ডদেশ প্রাপ্তকে জেলহাজতে পাঠানো হয়েছে।