খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলার খামারপাড়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের হাজীপাড়ার ছাবিনা ইয়াসমিন এর বাড়িতে টিউবওয়েল স্থাপন করায় খুশি তিনি। তাঁর কোন নিজস্ব বাড়ি নেই। অন্যের জমিতে বাবার তৈরিকৃত একটি ঘরে কষ্টে দিনকাল পার করলেও ছিল না কোন টিউবওয়েল। বাবা, মা, ভাই ও সন্তান অন্যের বাড়ি থেকে পানি নিয়ে এসে তিনি সংসারের যাবতীয় কাজ করতেন৷
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শনিবার সকালে তাঁর বাড়িতে আর্ন এন লাইভ সংস্থার উদ্যোগে সংস্থার স্বেচ্ছাসেবকরা পাইপ নিয়ে গিয়ে মিস্ত্রি দিয়ে ২১০ ফুট গভীর আর্সেনিক মুক্ত টিউবওয়েল স্থাপন করা হয়। টিউবওয়েল পেয়ে ছাবিনা ইয়াসমিন সহ তার পরিবার আবেগে আপ্লূত হয়ে পড়েন।
খোঁজ নিয়ে জানা যায়, ছাবিনা ইয়াসমিন দীর্ঘদিন ধরে অন্যের বাড়ি থেকে পানি এনে সাংসারিক কাজকর্ম এবং পুকুরে গোসল করত। বাবার সামান্য উপার্জনে কষ্টে চলত ৫ সদস্যের সংসার। সম্প্রতি একটি সংস্থা থেকে সেলাইমেশিন পেয়ে তা দিয়ে উপার্জন শুরু করেছে। আর্ন এন লাইভ সংস্থার পরিচালক ফরিদা ইয়াসমিন জেসি খবর পেয়ে প্রতিনিধি আব্দুল জব্বারের মাধ্যমে টিউবওয়েল ও পাইপ কিনে নিয়ে গিয়ে মিস্ত্রি দিয়ে গভীর ও আর্সেনিক মুক্ত নলকুপ স্থাপন করে দেন।
টিউবওয়েল পেয়ে আবেগ আপ্লুত হয়ে ছাবিনা ইয়াসমিন ও তাঁর বৃদ্ধ বাবা চাঁন মিয়া বলেন, থাকার মত আমাদের কোন বাড়ি ছিল না। এলাকার এক লোকের দেওয়া জমিতে একটি ঘর করে সেখানে কষ্টে দিন পার করতেছি। অন্যের বাড়ি থেকে পানি এনে সংসারের যাবতীয় কাজ করেছিলাম। শেষে এলাকার স্থানীয় সাংবাদিকের মাধ্যমে আর্ন এন লিভ সংস্থা টিউবওয়েল করে দিল। আল্লাহ্ ওমার ভাল করুক। তবে থাকার জন্য একটি ঘর খুব প্রয়োজন ছিল।
আর্ন এন লাইভ সংস্থার প্রতিনিধি আঃ জব্বার বলেন, খবরটি জানার পরপরই আমাদের সংস্থার পরিচালক জেসি আপাকে জানাই। তিনি দ্রুত সময়ের মধ্যে গভীর ও আর্সেনিকমুক্ত টিউবওয়েল স্থাপন করে দেওয়ার আশ্বাস দেন। যা আজ বাস্তবায়ন করে দেওয়া হল। এরকম অনেকেই আছে তাদেরকেও ধাপে ধাপে দেওয়ার চেষ্টা করা হবে।