খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের খানসামা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ তাজ উদ্দিনের সাথে বীরমুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা পরিষদের মাসিক সভা ও আইন শৃঙ্খলা কমিটির সভাও অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান এটিএম সুজাউদ্দিন লুহিন শাহ্, উপজেলা মহিলা ভাইস আফরোজা পারভীন, ওসি চিত্তরঞ্জন রায়, ৬ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোখলেছুর রহমানসহ উপজেলার সকল কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *