খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:
নূরানী তা’লিমুল কুরআন বোর্ড বাংলাদেশ এর অধীনে দিনাজপুরের খানসামা উপজেলার ভান্ডারদহ জামালুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা কেন্দ্রে ৩য় শ্রেণির সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ১০ টি নুরানী কিন্ডার গার্টেনের ১৮৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।
মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে উপজেলার ভান্ডারদহ জামালুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা কেন্দ্রে নূরানী তা’লিমুল কুরআন বোর্ড বাংলাদেশ এর সিলেবাস অনুযায়ী পরীক্ষা সম্পন্ন হয়।
এ বিষয়ে কেন্দ্র সচিব মোঃ সাইফুল ইসলাম জানান,
নূরানী তা’লিমুল কুরআন বোর্ড বাংলাদেশের অধীনে ভান্ডারদহ জামালুল কোরআন নুরানী ইসলামী কিন্ডার গার্টেন ও হাফিজিয়া কওমী মাদ্রাসা, বাংলা বাজার আল হেরা ইসলামী নুরানী কিন্ডার গার্টেন ও হাফিজিয়া মাদ্রাসা, মধ্য আঙ্গারপাড়া আল হিকমা ইসলামী নুরানী কিন্ডার গার্টেন, চেহেলগাজী দারুল আরকাম নুরানী ইসলামী কিন্ডার গার্টেন, ডোমটারী দারুস সালাম নুরানী একাডেমি, সাবুদের হাট আল জান্নাত ইসলামী নুরানী কিন্ডার গার্টেন ও হাফিজিয়া মাদ্রাসা, মাদার দরগাহ্ ইসলামী নুরানী কিন্ডার গার্টেন মাদ্রাসা, শাহ্ পাড়া নুরে মদিনা ইসলামী কিন্ডার গার্টেন, পাঁচপীর দারুল ফালাহ্ নুরানী মাদ্রাসা, বাহাদুর বাজার আল ক্বেরাতুল জান্নাত ইসলামী নুরানী কিন্ডার গার্টেনের মোট ১৮৭ জন পরীক্ষার্থী সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষায় অংশগ্রহণ করে। শিশুদের সুন্দর আগামী গড়তে গতিশীল শিক্ষা কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে পরীক্ষক ও মাদ্রসা কর্তৃপক্ষসহ সবার আন্তরিক সহযোগিতায় পরীক্ষা সম্পন্ন হয়।