খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের খানসামা উপজেলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে প্রায় ৩শ’রোগীকে চিকিৎসা সেবা ও ৭৫ জন রোগীকে ছানি অপারেশনের জন্য নির্বাচিত করা হয়েছে।
রবিবার (১৮ জুন ) সকালে উপজেলার পাকেরহাটে অবস্থিত জমির উদ্দীন শাহ্ বালিকা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন সোশ্যাল এজেন্সি ফর ওয়েলফেয়ার অ্যাডভান্সমেন্ট অব বাংলাদেশ (ছওয়াব) এর উদ্যোগে ও সৈয়দপুর মরিয়ম চক্ষু হাসপাতালের সহযোগিতায় এ চক্ষু শিবির ও ছানি অপারেশনর রোগী নির্বাচিত করা হয়।
চিকিৎসা ক্যাম্পে ৩০০ জন রোগীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং ওষুধ বিতরণ করা হয়। এছাড়া ৭৫ জন চোখে ছানি পড়া রোগীর মধ্যে ২৫ জন অন্তর অন্তর ৩ মাসে পর্যায়ক্রমে রোগীদের বিনামূল্যে ছানি অপারেশন করা হবে। ছানি অপারেশনের পাশাপাশি রোগীদের লেন্স, যাতায়াত, খাওয়া-দাওয়া ও চশমা প্রদান করা হবে।
এর আগে সকালে উদ্বোধনী অনুষ্ঠানে দিনাজপুর জেলা পরিষদের সদস্য ও জমিরউদ্দীন শাহ্ বালিকা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শাহরিয়ার জামান শাহ্ নিপুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মরিয়ম চক্ষু হাসপাতালের ডেপুটি জেনারেল জাকির হোসাইন, জমিরউদ্দীন শাহ্ বালিকা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের শিক্ষক জীতেন্দ্রনাথ রায়, ছওয়াবের প্রোগ্রাম অফিসার মোঃ মনিরুজ্জামান, খানসামা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নুরনবী ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক সাজু সরকার, ছওয়াব এর স্বেচ্ছাসেবী আঃ জব্বার, লাবু ইসলাম, আপেল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ ও সুধীজন।