এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: “শিক্ষকের কন্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার” স্লোগানে দিনাজপুরের খানসামা উপজেলার কুমড়িয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ পালিত হয়েছে।
রবিবার (৬ সেপ্টেম্বর) উপজেলার ভাবকী ইউনিয়নের এই প্রতিষ্ঠানে হলরুমে র্যালি, আলোচনা সভা ও শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা জানানোর মধ্যে দিয়ে এই দিবসটি পালিত হয়।
কুমড়িয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: মন্টু আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কুমড়িয়া-১ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলামসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।