মোহাম্মদ সাকিব চৌধুরী, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলার পল্লীতে মাদক ব্যবসা না করার সিদ্ধান্ত নেয়ায় অর্ধ-শতাধিক ব্যক্তিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকের ব্যবসা না করে স্বাভাবিক জীবনে ফিরে আসায় ওইসব পরিবারকে পুর্ণবাসন এবং বাহাদুরবাজারকে মাদকমুক্ত বাজার ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষ্যে গত ১ অক্টোবর দুপুরে উপজেলার ভেঁড়ভেড়ি ইউনিয়নের হোসেনপুর গ্রামের মুচিপাড়ায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মো. হাফিজুল হক সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মো. সাজেবুর রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি মাদক ব্যবসায়ী ৫টি মুচি পরিবারের অন্তত অর্ধ-শতাধিক সদস্যকে আর মাদক তৈরি ও বিক্রি না করার শপথ বাক্য পাঠ করান এবং ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ওই সব পরিবারের নারী সদস্যদের প্রত্যেককে সেলাই মেশিন, জুতা তৈরির সরঞ্জামাদি, শিক্ষার্থীদের বাৎসরিক বৃত্তি প্রদান ও মহিলা মার্কেটে ব্যবসা করার জন্য জায়গা বন্দোবস্ত করে দেন। এছাড়াও পাটজাত পণ্যের ওপর মাসব্যাপি নারী সদস্যদের প্রশিক্ষণ প্রদান করেন। এ সময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইউপি সচিব মো. ওয়াহিদুল ইসলাম, ইউপি সদস্য, সাংবাদিক গোলাম কিবরিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, ইতিপূর্বে এসব পরিবার মাদক উৎপাদন ও বিপন করে জীবিকা নির্বাহ করত।