মোঃ নুরনবী ইসলাম, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি; দিনাজপুরের খানসামায় নাশকতার মামলায় উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব ওবাইদুর রহমান মুন্সি (৪৮) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
আজ সোমবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত এ যুবদল নেতা উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের পাকেরহাটের পানধোয়া ঘাট এলাকার ছপিয়ার মিস্ত্রির ছেলে।
খানসামা থানার ওসি চিত্ত রঞ্জন রায় বিষয়টি নিশ্চিত করে জানান, তাকে নাশকতা মামলায় আটক করা হয়েছে এবং তাকে ওই মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।