খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:
এই কনকনে শীতে দরিদ্র শীতার্তদের মাঝে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (২৯ জানুয়ারি) বিকেলে জেলা পুলিশের আয়োজনে ও বাংলাদেশ পুলিশ সার্ভিস এস্যোসিয়েশন খানসামা থানার উদ্যোগে থানা প্রাঙ্গণে ২ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) খোদাদাদ হোসেন, অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম, ইন্সপেক্টর (তদন্ত) মনিরুজ্জামান মন্ডল, এস আই ইবনে ফরহাদ, এস আই দিবাকর রায়সহ পুলিশ সদস্যবৃন্দ।
ছবির ক্যাপশন: দিনাজপুরের খানসামায় দুই শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করছে বাংলাদেশ পুলিশ ।