এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের খানসামা উপজেলার পাকা-কাঁচা সড়কগুলো ধান-খড়সহ মৌসুমী ফসল শুকানোর চাতালে পরিণত হয়েছে।
সরেজমিনে দেখা যায়, উপজেলার অধিকাংশ রাস্তাগুলোতে ধান-খড়,ভুট্টাসহ মৌসুমী ফসল শুকানো হচ্ছে এতে চাষীরা উপকৃত হলেও বিপাকে পড়ছে চলাচলকারীরা কেননা ধানের খড় অতি পিচ্ছিল সামান্য কারণে যানবাহন পিছলে প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা। এমনকি ধানের খড়ের উপর ব্রেক করলে যেকোন ধরনের যানবাহনের ব্রেক অকেজো হয়ে যায়। এই সমস্যা আরও তীব্রতর হওয়ায় ছোট যানবাহন ভ্যান ও সাইকেল চালকদের পক্ষে যানবাহন চালানো কষ্টসাধ্য হয়ে পড়েছে।
এদিকে সড়কে ফসল মাড়াই এবং শুকানোর কাজে নিয়োজিত কৃষকদের সাথে কথা হলে তারা জানান, বাড়িতে জায়গা না থাকায় বাধ্য হয়ে সড়কে ফসল মাড়াই ও শুকানো কাজ করছেন।