মোঃ নূরনবী ইসলাম, খানসামা(দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলার প্রাণকেন্দ্র পাকেরহাট শাপলা চত্বরের বিপরীত দিকে পাকেরহাটকে সৌন্দর্যময় হিসেবে গড়ে তোলার জন্য চেরি, টুপিরা, বাধাঁচূড়া, ডেরোনডোরা সহ ১০০টি বিভিন্ন ফুলের চারা রোপণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে ৫ই জুলাই বুধবার সকাল সাড়ে ১১টায় চারা রোপণ করা হয়েছে।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজেবুর রহমান বলেন, উপজেলার প্রাণকেন্দ্র পাকেরহাটের সৌন্দর্য বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য ফুলের চারা গুলো রোপণ করা হয়েছে। এগুলো দেখা শুনা ও রক্ষণাবেক্ষনের দায়িত্ব পাকেরহাট বাসিদের। এভাবেই উপজেলার বিভিন্ন বাজারে ফল ও ফুলের চারা রোপন করা হবে।
অপরদিকে উপজেলার প্রাণকেন্দ্র পাকেরহাটে জনদূর্ভোগ কমাতে ড্রেন নির্মাণের নকশা করা হয়েছে। পাকেরহাটে অল্প বৃষ্টিতেই রাস্তায় পানি জমে থাকার কারনে যানবাহন ও পথচারীদের চলাফরায় বিঘ্ন ঘটায় গ্রোয়ার্স মার্কেট হতে জাকির মার্কেট, বেলতলী মার্কেট হতে শাপলা চত্বর, হাঁস হাটি হতে উপজেলা চেয়ারম্যান মোড় পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর নির্দেশনায় ড্রেন নির্মাণ করার জন্য নকশার কাজ সম্পন্ন হয়েছে। আজ দুপুরে পাকেরহাট কোন দিক দিয়ে কিভাবে ড্রেন নির্মাণ করা হবে তা সরেজমিনে দেখার জন্য পরিদর্শনে আসেন উপজেলা চেয়ারম্যান মোঃ সহিদুজ্জামান শাহ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজেবুর রহমান, উপজেলা প্রকৌশলী সুবীর কুমার সরকার, উপজেলা মাধ্যমিক অফিসার আজমল হক, আঙ্গারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা আহম্মেদ শাহ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র আতোয়ার হোসেন, উপজেলা ওলামালীগের সাধারন সম্পাদক মোঃ সহিদুল ইসলাম, আঙ্গার পাড়া ইউপি আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারন সম্পাদক ধীমান দাসসহ আরো অনেকে।
পররাষ্ট্রমন্ত্রী ও উন্নয়নের কান্ডারী আবুল হাসান মাহমুদ আলীর উদ্দ্যোগে জনমানুষের দূর্ভোগ দূর করার জন্য অল্প কিছুদিনের মধ্যেই কাজ শুরু হবে জানালেন উপজেলা চেয়ারম্যান মোঃ সহিদুজ্জামান শাহ। ড্রেন নির্মাণের কথা শুনে পাকেরহাটের দোকানদাররা ও যানবাহনে যাতায়াতকারী পথচারীরা বলেন, উপজেলা চেয়ারম্যান আওয়ামীলীগে যোগদানের পরপরই পররাষ্ট্রমন্ত্রীর হাত ধরে একের পর এক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। তারা আরোও বলেন, উপজেলাকে উন্নয়নের রোল মডেলে রুপান্তরিত করার জন্য পররাষ্ট্রমন্ত্রীকে আরো ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। তারা উন্নয়নমূলক কর্মকান্ডের জন্য পররাষ্ট্রমন্ত্রীর বিকল্প কাউকে ভাবছে না বলেও জানান।