এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের খানসামা উপজেলার রামকলা রামকৃষ্ণ সেবাশ্রমের অবকাঠামো ও একাডেমিক কার্যক্রম পরিদর্শনে ভারতীয় হাই কমিশনারের রাজশাহী মিশনের সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটী।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের রামকলায় ভারত সরকারের অর্থায়নে নির্মিত এই সেবাশ্রমের কার্যক্রম পরিদর্শনে আসেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম, সহকারী পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) ওয়ারেস হোসেন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, ওসি শেখ কামাল হোসেন, সেবাশ্রমের সদস্যগণ, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সুধী সমাজ।