এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ
চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে দিনাজপুরের খানসামা উপজেলায় চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন নৌকা প্রতীকের ১ জন ও স্বতন্ত্র ৫ প্রার্থী। এছাড়াও ইউপি সদস্য পদে ৫৪ জন এবং সংরক্ষিত আসনে সদস্যা পদে ১৮ জন নির্বাচিত হন।
রবিবার (২৬ ডিসেম্বর) ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করে রিটার্নিং কর্মকর্তারা।
রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় সূত্রে জানা যায়, ৪র্থ ধাপে অনুষ্ঠিত খানসামা উপজেলার ৬ ইউনিয়ন পরিষদে রবিবার দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১ নং আলোকঝাড়ি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৬৫০২ ভোটে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী খলিলুর রহমান। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোকছেদুল গণি রাব্বু শাহ্ ৫৩৯৮, চশমা প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান এ্যাড. আ স ম আতাউর রহমান ৫২৪৪, মোটরসাইকেল প্রতীকের গোলাম কিবরিয়া জেহাদ ৩৭৬৩ ও লাঙ্গল প্রতীকের প্রার্থী আহেদা খাতুন ৭৫ ভোট পেয়েছেন।
২ নং ভেড়ভেড়ী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৬৪৪ ভোটে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন টেলিফোন প্রতীকের বিএনপির প্রার্থী রিয়াজুল ইসলাম বাবুল। নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের বিপ্লব কুমার সিংহ ৩৪৩৪, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান হাফিজুল হক হাফিজ সরকার ২৯২৭, চশমা প্রতীকের মেহরাজুল হক সুফী ৩৩১১, ঘোড়া প্রতীকের নুরল হক সরকার ১৭৮০, টেবিল ফ্যান প্রতীকের মনছুর আলী শাহ্ ৩৪৫, ঢোল প্রতীকের দয়াল রায় ২৩৪ ও লাঙ্গল প্রতীকের প্রার্থী বজলুর রশিদ ৩৮ ভোট পেয়েছেন।
৩ নং আঙ্গারপাড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৫৪৫১ ভোটে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী ঘোড়া প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ ৫২০৯, আনারস প্রতীকের মোঃ আঃ জব্বার শাহ্ ৫১৩৪ ও মোটরসাইকেল প্রতীকের শাহ্ মোঃ জামাল উদ্দিন ২২৬৮ ভোট পেয়েছেন।
৪ নং খামারপাড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৬৬৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মোটরসাইকেল প্রতীকের বিএনপির প্রার্থী আবু বক্কর সিদ্দিক চৌধুরী। নিকটতম প্রতিদ্বন্দ্বী আটোরিকশা প্রতীকের মোহাম্মদ আলী সরকার ৩৬৬৪, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান সাজেদুল হক সাজু ৩৬২৮ , আনারস প্রতীকের রাশেদ মিলন ২৫৪২, চশমা প্রতীকের গোবিন্দ চন্দ্র রায় ৫০৩ ও টেলিফোন প্রতীকের আবু বক্কর সিদ্দিক ৪৫৩ ভোট পেয়েছেন।
৫ নং ভাবকি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৯৩১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির আনারস প্রতীকের রবিউল আলম তুহিন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান সফিকুল ইসলাম ৭৬২৩ ও মোটরসাইকেল প্রতীকের খাইরুন নাহার আশা ৫১৪ ভোট পেয়েছেন।
৬ নং গোয়ালডিহি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৭৩৩৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির চশমা প্রতীকের সাখাওয়াত হোসেন লিটন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান আইনুল হক শাহ্ ৫৫৬২, আনারস প্রতীকের রফিকুল ইসলাম রিকো ৩৪৯৮, মোটরসাইকেল প্রতীকের আঃ রহমান ইফতি ১২১, ঘোড়া প্রতীকের নুরল হক ৮৫, ঘোড়া প্রতীকের আব্বাস আরেফিন শাহ্ ৫৭ ও টেলিফোন প্রতীকের রমজান আলী ৩৬ ভোট পেয়েছেন।
এছাড়াও সাধারণ সদস্য পদে ২২০ জন এবং সংরক্ষিত পদে ৭৪ জন নির্বাচিত হয়েছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা জিকরুল হক বলেন, শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে এবং বেসরকারী ভাবে নির্বাচিতদের নাম ও ফলাফল প্রকাশ করা হয়েছে।