এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের খানসামা উপজেলায় বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হল “তৃণমূল মানুষের জন্য শিল্প ও সংস্কৃতি” শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান।
রবিবার (৩১ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমি’র আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে বর্ণিল অনুষ্ঠানটি হয়।
ইউএনও রাশিদা আক্তারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির, পাকেরহাট সংগীত নিকেতনের পরিচালক ললিত রায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন শিল্পগোষ্ঠীর সদস্যগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংবাদকর্মীগণ।