মোঃ নুরনবী ইসলাম, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামা উপজেলায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সাপ দিয়ে পাতা খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলা দেখতে হাজার হাজার নারী ও পুরুষ ভিড় করে।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গোবিন্দপুর চিমনি ভাটা এলাকায় হোসেনপুর যুব সংঘ ক্লাবের আয়োজনে এ পাতা খেলা অনুষ্ঠিত হয়। খেলায় জমিদারনগর এলাকার সাদেকুল ইসলাম চ্যাম্পিয়ন ও তুলশীপুর এলাকার আজাদ রানার্সআপ দলকে উপহার হিসেবে দুটি ছাগল প্রদান করা হয়।
হোসেনপুর গ্রামের কৃতি সন্তান ও উপজেলা যুবদলের আহবায়ক ওবায়দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন সাবেক জেলা পরিষদ সদস্য শরিফুল ইসলাম প্রধান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আতিকুর রহমান জুয়েল ও ইউপি সদস্য আফসেদুর রহমান প্রমুখ।