এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামা উপজেলায় কয়েল থেকে আগুন লেগে মরলো দুই গরু।
ঘটনাটি বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় দুইটার দিকে উপজেলার ৬নং গোয়ালডিহি ইউনিয়নের জমির উদ্দিন শাহ পাড়ার বাসিন্দা আব্দুস ছামাদের গোয়াল ঘরে ঘটেছে।
বাড়ির মালিক আব্দুস সামাদ (৭০) জানান, রাতে গোয়াল ঘরে মশা তাড়ানোর জন্য কয়েল জ্বালানো হয়। কিন্তু পরে সেই কয়েল থেকেই গোয়াল ঘরের আগুন লেগে যায়।পরে পরিবারের চিৎকারে এলাকাবাসী এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং দরজা খুলে প্রায় ৭টির মধ্যে ৫টি গরু বের করলেও তার আগেই দুইটা গরু পুড়ে মারা যায়। পরবর্তীতে খানসামা ও সৈয়দপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরো বলেন, পুড়ে মারা যাওয়া গরু দুটির মূল প্রায় ৩ লক্ষ ৬০ হাজার টাকা। যা বিক্রির জন্য বায়না করা হয়েছিল কিন্তু এই ঘটনার ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলাম।
বিষয়টি নিশ্চিত করে খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার তালহা বিন জসিম বলেন, এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা কাম্য নয়। সকলের সচেতনতাই পারে অগ্নিকাণ্ডের ক্ষতির হাত থেকে রক্ষা করতে।