মোঃ নূরনবী ইসলাম, খানসামা(দিনাজপুর) প্রতিনিধি:
দোলনায় ফাঁস লেগে মোসলেমা খাতুন নামে চার মাস বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার(২৭ মে) দুপুর দেড়টার দিকে দিনাজপুরের খানসামা উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের বাসুলী গ্রামে এ ঘটনা ঘটে।শিশুটির মা সাফিনা বেগম জানান, প্রতিদিনের মতো শনিবার দুপুরে শিশুটিকে শোবার ঘরে রশির দোলনায় ঘুম পাড়িয়ে রেখে তিনি বাড়ির কাজ করছিলেন।
দুপুর দেড়টার দিকে তিনি ঘরে গিয়ে দেখে শিশুটির মাথা দোলনার ফাঁকে আটকে গিয়ে গোটা শরীর ঝুলে আছে।
তিনি জানান, শিশুটিকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য পরিদর্শক আবদুস সামাদের সহযোগিতায় খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান শিশুটি মারা গেছে।
খানসামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা. নজমুল ইসলাম জানান, শ্বাসরুদ্ধ হয়ে শিশুটি মারা যায়।
খানসামা থানার এসআই তপন কুমার রায় জানান, এ বিষয়ে কেউ তাদের জানায়নি। যেহেতু শিশুটির বয়স চার মাস, সেহেতু স্থানীয় জনপ্রতিনিধির সাথে পরামর্শ করেই হয়তো শিশুটিকে দাফন করা হয়েছে।
তবে কেউ এ বিষয়ে অভিযোগ করলে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *