মোঃ নুরনবী ইসলাম, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:“মাছচাষে গড়বো দেশ বদলে দেব বাংলাদেশ ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালী, পুকুরে পোনামাছ অবমুক্তকরণ, কারেন্ট জাল পুড়িয়ে ফেলা, ভাসমান মাছ চাষের জন্য খাঁচা বিতরন, সফল মাছচাষীদের পুরস্কার বিতরন ও আলোচনা সভার মাধ্যমে দিনাজপুরের খানসামায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৭ পালন হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা আন্না রানী দাসের শুভেচ্ছা বক্তব্য ও উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ এজামুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজেবুর রহমান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ সোলেমান আলী, উপজেলা মাধ্যমিক অফিসার মোঃ আজমল হক, প্রাণী সম্পদ অফিসার আলতাব হোসেন, সমবায় অফিসার মনজুর মোর্শেদ তালুকদার, কৃষি সম্প্রসারণ অফিসার ইয়াসমিন খাতুন, পল্লী উন্নয়ন অফিসার আঃ রাজ্জাক সহ প্রমুখ।
সবশেষে সফল মৎস্য চাষীদের পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।