খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের খানসামা উপজেলায় পল্লী বিদ্যুৎ এর খুঁটিতে উঠে রক্ষণাবেক্ষণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাফিজুর রহমান শুভ নামে এক লাইনম্যান নিহত হয়েছেন।

শনিবার (০৪ মার্চ) দুপুরে উপজেলার গোবিন্দপুর গ্রামের আত্রাই নদীর পশ্চিম পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

প্রতক্ষ্যদর্শীরা জানান, বিদ্যুৎ এর খুঁটিতে উঠে হাফিজুর রহমান সহ দুই শ্রমিক পল্লী বিদ্যুতের লাইনের রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনার কাজ করাকালীন হঠাৎ বিদ্যুৎ সংযোগ দিলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে হাফিজুর রহমান (৩২) লাইনম্যান গুরুতর আহত হয়। এসময় স্থানীয় জনগণ তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আবাসিক মেডিকেল অফিসার ডা শামসুজ্জোহা মুকুল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এ বিষয়ে খানসামা উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর এজিএম ইফতেখার আহমেদ জানান, ঘটনাটি আমাদের জন্য দুঃখজনক ও বেদনাদায়ক। ঐ এলাকাটি আমাদের উপজেলার হলেও পার্শ্ববর্তী বীরগঞ্জ উপজেলার লাইন চলে। তাই অসাবধানতাবসত লাইন দেওয়ায় এ দুর্ঘটনাটি ঘটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *