এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের খানসামায় বীর মুক্তিযোদ্ধা মোকসেদার রহমানের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করা হয়েছে।
শুক্রবার (২০ মে) রাতে সাড়ে নয়টায় মরহুমের নিজ বাসা উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের হ্যালিপ্যাড মাঠে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। পরে উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী অর্পণ শেষে দাফন সম্পন্ন হয়।
এসময় উপস্থিত ছিলেন ইউএনও রাশিদা আক্তার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মোখলেছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা শাহ ও সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, মরহুমের পরিবার ও সুধীজন।
অসুস্থতা জনিত কারনে শুক্রবার বিকেল ৩টায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে এই বীর মুক্তিযোদ্ধা ৩ স্ত্রী,সন্তান, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।