মোঃ নুরনবী ইসলাম, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের খানসামা উপজেলার খামারীদের কাছে সরাসরি দুধ কিনতে ব্র্যাক ডেইরী এন্ড ফুড প্রজেক্টের দুগ্ধ শীতলিকরণ ক্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, এ কেন্দ্রে প্রত্যেহ সকালে ও বিকেলে খামারীদের কাছে সরাসরি দুধ কিনবে ব্র্যাক ডেইরী। তাদের প্রত্যেহ লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে ১ হাজার লিটার দুধ। এছাড়াও খামারীদের গবাদিপশু চিকিৎসা সেবা, কৃমিনাশক ঔষধ, ঘাসের বীজ প্রদান ও কৃত্রিম প্রজননে সহায়তা করা হবে। দুধের ননী ও গুনগত মান পরীক্ষা করে প্রতি কেজি দুধ সর্বনিম্ন ৩৭ টাকা ও সর্বোচ্চ ৭২ টাকা করে ক্রয় করা হবে।
বৃহস্পতিবার সকাল ৯ টায় উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা প্রানীসম্পদ বিভাগের সহযোগিতায় খামারীদের পরামর্শ ও দোয়া মাহফিল শেষে দুধ ক্রয়ের মধ্য দিয়ে এটি উদ্বোধন করেন আঙ্গারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহ্।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির, ব্র্যাক ডেইরী এন্ড ফুড প্রজেক্টের অাঞ্চলিক ব্যবস্থাপক ডাঃ মোঃ আবু বকর সিদ্দিক, এলাকা ব্যবস্থাপক বাবুল চন্দ্র রায়, ভেটেরেনারি সার্জন ডাঃ রশিদুর রহমানসহ প্রায় অর্ধ শতাধিক খামারী।