মোঃ নুরনবী ইসলাম, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের খানসামা উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন ও ইউপি ভুমি অফিসের সয়েল টেস্ট সম্পন্ন হয়েছে। ২৮ জুলাই শুক্রবার বিকেল ৩ টায় ভুমি মন্ত্রণালয় ও মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলার পাকেরহাট ডিগ্রি কলেজের ১০০ গজ উত্তরে রাস্তার পূর্ব পাশে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এবং ২ নং ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদের ইউনিয়ন ভূমি অফিসের সয়েল টেষ্ট করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন প্রকৌশলী মোঃ আব্দুস ছালাম, সহকারী প্রকৌশলী বাবু তাপস কুমার, ২ নং ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ সরকার, ৩ নং আঙ্গারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা আহম্মেদ শাহ, খানসামা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মোঃ আজিজুল ইসলাম, সাবেক ডেপুটি কমান্ডার শরীফ উদ্দীন, ওলামালীগের সহিদুল ইসলাম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, খানসামা উপজেলা শাখার সভাপতি ধীমান চন্দ্র দাস, মুক্তিযোদ্ধা সন্তান সাখাওয়াত হোসেন বাবু সহ প্রমুখ।
প্রকৌশলী মোঃ আব্দুস ছালাম জানান, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন ও ভেড়ভেড়ী ইউপি ভুমি অফিস ভবনের জন্য যে রকম মাটি দরকার তা সয়েল টেস্টে পাওয়া গেছে। ভবন নির্মাণের জন্য উক্ত স্থানের মাটি উপযুক্ত। সয়েল টেস্ট শেষে দ্রুততম সময়ে টেন্ডার প্রক্রিয়া শেষ করে কাজ শুরু হবে বলেও জানান প্রকৌশলী মোঃ আব্দুস ছালাম।
মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনটি পাকেরহাটে হওয়ায় মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি এবং উপজেলা চেয়ারম্যান মোঃ সহিদুজ্জামান শাহ্ কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এলাকাবাসী।