মোঃ নুরনবী ইসলাম, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাটে মৃতপ্রায় গরুর মাংস বিক্রি করার অপরাধে আলম মাংস স্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার পাকেরহাটে গোপন সংবাদের ভিত্তিতে মৃতপ্রায় গরুর মাংস বিক্রির সময় তা জব্দ করেন উপজেলা প্রাণীসম্পদ বিভাগ। এরপর ঘটনাস্থলে এসে আলম মাংস স্টোরের স্বত্বাধিকারী সোহেল রানাকে ভ্রাম্যমান আদালতে ভোক্তা অধিকার আইনে ২০০৯/৪৩ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশিদা আক্তার।
উপজেলা প্রাণীসম্পদ অফিসার হুমায়ুন কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে মৃতপ্রায় গরুর মাংস বিক্রির সময় হাতেনাতে ধরে সেগুলো জব্দ করা হয়। এরপর ইউএনও এসে ঘটনাস্থল পরিদর্শন করে আলম মাংস স্টোরকে জরিমানা করার পর মাংসগুলো মাটিতে পুতে রাখা হয়। পরবর্তীতেও মাংসের দোকান গুলোতে অভিযান অব্যাহত থাকবে।