মোঃ নুরনবী ইসলাম, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাটে মোটর সাইকেলের ধাক্কায় পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ধনুচেংডি গ্রামের গিরিশ চন্দ্র রায় নামে এক ৭২ বছরের বৃদ্ধ নিহত হয়েছে।
গতকাল সোমবার বিকেল সাড়ে ৫ টার পর পাকেরহাটের মাছ ব্যবসায়ী প্রফুল্ল রায়ের মোটরসাইকেল নিয়ে তার কর্মচারী কালু (১৬) বাজার হতে বাসা যাওয়ার পথে আঙ্গার পাড়া সড়কে গ্রাম বিকাশ কেন্দ্রের কাছে আকস্মিক ভাবে মোটরসাইকেলের গতি নিয়ন্ত্রক হারিয়ে পিছন দিক থেকে জামাই দুলালের বাড়িতে বেড়াতে আসা বৃদ্ধ শ্বশুরকে ধাক্কা দেয়। মোটরসাইকেলের ধাক্কার ফলে বৃদ্ধ রাস্তায় পড়ে যায় এবং তার নাক মুখ কান দিয়ে রক্তপাত শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (পাকেরহাট) খানসামায় নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পর দিনাজপুর সদর হাসপাতালে প্রেরণ করেন। চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টায় বৃদ্ধ গিরিশ চন্দ্র রায় মারা যায়।