এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের খানসামা উপজেলায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ জানুয়ারী) সন্ধ্যায় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে উপজেলার গোয়ালডিহি ইউনিয়ন পরিষদ চত্বরে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো: আখতারুজ্জামান মিয়া।

এসময় উপজেলা বিএনপির সদস্য শফিকুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির অর্থনৈতিক সম্পাদক ও ভাবকী ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসলেম উদ্দিন সরকার, গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক সাখাওয়াত হোসেন লিটনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *