এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের খানসামা উপজেলা শিক্ষক-কমর্চারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ১৬তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮অক্টোবর) সকালে খানসামা সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কালব) এর সহায়তায় এই বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়।
খানসামা উপজেলা শিক্ষক-কমর্চারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান ও হোসেনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা সফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কালব) এর ব্যবস্থাপনা কমিটির ভাইস চেয়ারম্যান মোছাঃ ফাহমিদা সুলতানা সীমা, ‘ক’ অঞ্চল কালব লিঃ এর ডিরেক্টর একরামুল হক, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হুদা।
আলোচনা সভা শেষে র্যাফেল ড্র বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরন করা হয়।