খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় গরীব ও মেধাবী বেকার যুব এবং যুব মহিলাদেরকে কর্মসংস্থানের লক্ষ্যে উপজেলাজুড়ে কম্পিউটার প্রশিক্ষণ শুরু হয়েছে।
আগামি ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করতে এবং মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এ প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
গত মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় উপজেলা নির্বাহী অফিসার সাজেবুর রহমান উপজেলার ছয়টি ইউনিয়নের আবেদনকারীদের নিয়ে ৩টি ভেন্যুতে প্রশিক্ষণের উদ্বোধন করেন। যার মধ্যে আলোকঝাড়ি ও ভেড়ভেড়ী ইউনিয়নের খানসামা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে, খামারপাড়া ও আঙ্গারপাড়া ইউনিয়নের পাকেরহাট ডিগ্রী কলেজ শেখ রাসেল ডিজিটাল ল্যাবে এবং ভাবকী ও গোয়ালডিহি ইউনিয়নের আবেদনকারীগণ কাচিনীয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে প্রশিক্ষণে অংশগ্রহণ করে। উপজেলা পরিষদের অর্থায়নে প্রথম পর্যায়ে ৬০ জন গরীব ও মেধাবী বেকার যুব এবং যুব মহিলাকে এ প্রশিক্ষণ দেয়া হচ্ছে।