দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের খানসামায় কোন প্রচারণা ছাড়াই ন্যাশনাল হাউসহোল্ড গণনার তথ্য সংগ্রহে নানা বিপত্তি দেখা দিয়েছে। গত ৪ এপ্রিল খানসামায় শুরু হওয়া ন্যাশনাল হাউসহোল্ড গণনা কাজে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহকালে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে প্রচারণার প্রতি গুরুত্ব দিয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক একটি পত্র জারি করা হয়েছে। এতে পোস্টার লাগানো, লিফলেট বিতরণ, স্টিকার, ব্যানার, ব্রশিউর বরবরাহ, বিলবোর্ড স্থাপন, পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ, পিএস জিংগেল, টিভি রেডিও বিজ্ঞাপনের মাধ্যমে প্রচারণাসহ স্থানীয় লোকাল ক্যাবল টিভিতে প্রচার, মাইকিং ও মোটর শোভাযাত্রার কথা উল্লেখ করা হয়। কিন্তু উপজেলা শুমারী কর্তৃপক্ষ ও প্রকল্প বাস্তবায়ন কাজে নিয়োজিত ব্যক্তিগণ এসবের কিছুই করছেন না। ফলে, মাঠ পর্যায়ে জনসাধরণের কাছে গিয়ে বাড়ির তথ্য নিতে নানা বিপত্তির সৃষ্টি হচ্ছে। এতে করে একদিকে জনসাধারণ যেমন তথ্য দিতে ভয় পাচ্ছে অপরদিকে সরকারের এ কাজটি সম্পন্ন করতে ব্যাপক জটিলতার সৃষ্টি হচ্ছে বলে তথ্য সংগ্রহকারীরা জানান।
এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক তথ্য সংগ্রহকারী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রচারনা না থাকায় এটা নিয়ে আমরা বিব্রতকর অবস্থা পড়েছি। কোন বাসায় আমাদেরকে প্রবেশ করতে দেয়া হচ্ছেনা এবং তথ্য দিতে অনীহা প্রকাশ করছে। ফলে নির্দিষ্ট সময়ে গণনার কাজ শেষ হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছে।
এ ব্যাপারে উপজেলা শুমারী সমন্বয়কারী ফরহাত হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি ঢাকায় কথা বলেছি এবং ডিজি মহোদয় একটি ফার্মকে প্রচারণার দায়িত্ব দিয়েছেন। কিন্তু তারাই প্রচার করছে না। বিষয়টি নিয়ে যোগাযোগ চলছে এটা নিয়ে আমরাও বিব্রতকর অবস্থা পড়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *