মোঃ নুরনবী ইসলাম, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের খানসামায় একটি হাসকিং মিল থেকে ১০৩ বস্তা চাল চুরি হওয়ার খবর পাওয়া গেছে।
উপজেলার আলোকঝাড়ি ইউনিয়নের শুশুলী গ্রামে মের্সাস তছিলউদ্দীন হাস্কিং মিল থেকে বুধবার রাতে এসব চাল চুরির ঘটনা ঘটেছে।
মিলের মালিক তছিলউদ্দীনের ছেলে মোহাম্মদ রনি ইসলাম জানান, তাদের মিলে গুটি স্বর্ণ জাতের চালের ১০৩টি বস্তা চাল মজুদ রাখা ছিল। প্রতিটি বস্তায় ৫০ কেজি করে চাল ছিল। ভোরে এলাকার লোকজন ধান নিয়ে মিলে আসলে তারা দেখেন মিলের দরজা খোলা। এরপর মিলের ভিতরে যেয়ে দেখেন মজুদ ১০৩ বস্তা চাল নেই।
বুধবার দিবাগত গভীর রাতের কোনো একসময় চালের বস্তাগুলো চুরি হয়ে গেছে। বিষয়টি থানায় অবগত করা হয়েছে বলে জানান তিনি।
এ ব্যাপারে খানসামা থানার ওসি আবদুল মতিন প্রধান জানান, এ ব্যাপারে মৌখিক অভিযোগ পাওয়ার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের পর বিষয়টি জানা যাবে।