মোঃ নুরনবী ইসলাম, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের খানসামায় ২দিন ব্যাপী ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড মেলার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৪ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ২দিন ব্যাপি এ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড মেলার ফিতা কেটে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন ও উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তার। এরপর পদ্মা সেতুকে ঘিরে পরিকল্পিত নগরায়ন স্টল সহ বিভিন্ন স্টল ঘুরে পরিদর্শন করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, প্রাণী সম্পদ অফিসার হুমায়ুন কবির, মাধ্যমিক শিক্ষা অফিসার মনজুরুল হক, সমাজসেবা অফিসার মাসুদ রানা, পিআইও এনামুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষার্থীবৃন্দ।